জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ
সাফ অ-১৭ নারী টুর্নামেন্ট। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসরে শুভসূচনা করেছে লাল-সবুজের মেয়েরা। দলের হয়ে আলপী আক্তার করেন জোড়া গোল, একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলাদেশ এগিয়ে যায়। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ার সময় ভুটানি গোলরক্ষক বল থামাতে এগিয়ে এলে ডিফেন্ডারের সঙ্গে ধাক্কায় বল সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে ঢুকে যায়।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে আলপী আক্তারের দুর্দান্ত শটে ব্যবধান হয় ২-০। কিছুক্ষণ পর ভুটান একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা টেকেনি।
৬৪ মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলার মধ্যে কাছ থেকে আলপী আক্তার আবারও বল ঠেলে দেন জালে। ফলে ৩-১ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের মেয়েদের। ম্যাচের শেষ ভাগে আরও কয়েকটি সুযোগ পেলেও ভুটানি ডিফেন্ডারদের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল জয় দিয়ে,এবার অ-১৭ দলও (স্পোর্টস ডেক্স)