১২ জনের দল ঘোষণা করেছে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড। সেই দলে জায়গা পেয়েছেন পেসার মার্ক উড। প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন তিনি। গত ২০২৪ সালের আগস্টের পর কোনো টেস্ট খেলেননি উড। এছাড়াও দলে ফিরেছেন অধিনায়ক বেন স্টোকস।
ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র আট ওভার বল করার পর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন উড । পরে সতর্কতামূলকভাবে তার স্ক্যান করানো হলে কোনো জটিলতা পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসিবি। দলের প্রথম অনুশীলন সেশনে বাম হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে নেটে বল করেন উড।
পার্থ টেস্টে ইংল্যান্ড পেস নির্ভর দল সাজিয়েছে। জোফরা আর্চার, উড, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সের সঙ্গে ফিট হয়ে ফেরা অধিনায়ক স্টোকসও দলের অংশ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন শোয়েব বশির। জো রুট পার্টটাইম স্পিনের ওপরও ভরসা রাখতে পারবেন।
ব্যাটিং লাইনে বড় চমক নেই। ওপেনার হিসেবে নামছেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি, মিডল অর্ডারে আছেন অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, স্টোকস এবং উইকেটকিপার জেমি স্মিথ।
অস্ট্রেলিয়ার মাঠে ২০১০-১১ সালের পর কোনো অ্যাশেজ সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। সবশেষ ২০১৫ সালে তারা অ্যাশেজ জিতেছিল নিজেদের মাঠে। এ ছাড়া পার্থে ১৯৭৮ সালের পর কোনো টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড দল। তাই এবার সিরিজ শুরুর আগে দলে উডের ফেরা ইংল্যান্ড দলে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।
ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), মার্ক উড।
(স্পোর্টস ডেক্স)






