সাজেদুল করিম
তিন বছরের শিশু অসহায় নাহিদের পাশে দাঁড়িয়েছেন রংপুর জেলা পুলিশ সুপার। দেড় মাস ধরে অর্থের অভাবে নাহিদের ঠিকমত চিকিৎসা করাতে পারছিলেন না তার বাবা-মা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছোটাছুটি করছিলেন তারা। চিকিৎসক জানান, দ্রুত শিশুটির হাতের অস্ত্রোপচার করা না গেলে কবজি থেকে হাতটি কেটে ফেলতে হবে।
নাহিদের বাবা নূর ইসলাম বিভিন্নভাবে ঋণ করে দেড় মাসের খরচের যেগান দেন। কিন্তু শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা। টাকার অভাবে থেমে যায় নাহিদের চিকিৎসা। সিদ্ধান্ত হয় হাত কেটে ফেলার।
এই করুণ পরিণতির কথা জানতে পেরে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’ ফেসবুকে একটি পোস্ট দেয় এবং পোস্টটি রংপুর জেলা পুলিশ সুপার, বিপ্লব কুমার সরকারের চোখে পড়ায় তিনি নাহিদের ব্যাপারে খোঁজ নেন। ‘উই ফর দেম’ সংগঠনের সঙ্গে যোগাযোগ করে শিশুটির বাবাকে তাঁর কার্যালয়ে ডেকে নেন। শিশুটির বাবা নূর ইসলামের সঙ্গে কথা বলেন ও বিস্তারিত শুনে নাহিদের চিকিৎসার দায়িত্ব নেন।
নাহিদের বসবাস নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটি গোমনাতি গ্রামে। নাহিদের বাবা নূর ইসলামের নিজের বাসস্থান না থাকায় অন্যের জমিতে আশ্রিত। গ্রামে কাপড় সেলাইয়ের দোকানে দর্জির কাজ করে খুব কষ্টে জীবনযাপন করেন।
শিশুটির খোঁজখবর নেওয়া থেকে শুরু করে ঢাকায় নিয়ে যাওয়া ও অস্ত্রোপচারের ব্যবস্থা করতে পাশে থাকবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’।