31.7 C
Rangpur City
Sunday, March 16, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলঅপূর্ব-ফারিণের এবার ঈদের বিশেষ নাটক ‘কোন এক বসন্ত বিকেল’

অপূর্ব-ফারিণের এবার ঈদের বিশেষ নাটক ‘কোন এক বসন্ত বিকেল’

আসন্ন ঈদুল ফিতরেও বজায় আছে ব্যস্ততা জনপ্রিয় দুই নাম জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণের। ছোট পর্দার বড় এ দুই তারকার। এবারের ঈদে আলাদা আলাদা বেশ কয়েকটি নাটক প্রচারের তালিকায় রয়েছে।

তবে জুটি বেঁধেও তারা ধরা দেবেন দর্শকের সামনে। যার মধ্যে সম্প্রতি একটি বিশেষ নাটকের শুটিং সম্পন্ন করেছেন এ দুই তারকা। সৈয়দ শাকিল পরিচালিত বিশেষ এ নাটকের নাম ‘কোন এক বসন্ত বিকেল’। যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে অপূর্ব ও ফারিণকে।

নাটকটি নিয়ে নির্মাতা জানান-এর গল্পই ঈদের দর্শক টানবে বলে আশাবাদী তিনি। এ ছাড়া অপূর্ব ও ফারিণের আলাদা ফ্যানবেজ রয়েছে। তাদের ভালোবাসায় নাটকটি সবার মধ্যে ছড়িয়ে যাবে বলে ধারণা তার। একটা রোমান্টিক গল্পের নাটক ‘কোন এক বসন্ত বিকেল’। আমরা টিম হিসেবে চেষ্টা করেছি একটা সুন্দর বসন্তের মতো কাজটা করার। দর্শকের ভালো লাগলে আমাদের এ চেষ্টাটা সার্থক হবে।’

এদিকে ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্টিক ও কমেডি গল্পের এ সিনেমায় জুটি বেঁধেছেন অপূর্ব ও ফারিণ। কাজল আরেফিন অমি পরিচালিত ফিল্মটির টিজার এরই মধ্যে প্রকাশিত পেয়েছে। ৫৯ সেকেন্ডের টিজারে এক জমজমাট বিনোদনধর্মী কনটেন্টের আভাস পাওয়া গেছে।

টিজার দেখে গল্প সম্পর্কে আন্দাজ করা যায়নি তবে এর চুম্বক অংশ দেখিয়ে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নির্মাতা। তারকাবহুল এ ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ। (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য